বড়দিনের ছুটিতে পশ্চিমবঙ্গের সব বুথকর্মীর জমায়েতের সঙ্গে ভার্চুয়ালি কথা বলতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, আজ শুক্রবার দুপুর ১২টার কিছু পর থেকে বেলা দেড়টা পর্যন্ত চলবে ওই বিশেষ ‘বর্গ’। মোদীর ভার্চুয়াল ক্লাসে হাজির থাকতে বলা হয়েছে রাজ্যের সব বুথকমিটির সদস্যকে। থাকছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে একেবারে নীচুতলার বুথকর্মীও। এর পাশাপাশি আজ থেকে রাজ্যের সর্বত্র বুথকমিটির সভাপতিদের সম্মানিত করার কাজও শুরু করতে চলেছে রাজ্য বিজেপি।
বিজেপি সূত্রের খবর ‘পিএম-কিসান’ কর্মসূচিতে ভার্চুয়ালি ভাষণ দেওয়ার পর বঙ্গ বিজেপি-র জন্য ওই ‘ক্লাস’ শুরু হবে। সাংগঠনিক ‘ভাগ’ হিসেবে বিজেপি-তে সবচেয়ে নীচে বুথকমিটি। এর পরে গড়ে ৭টি করে বুথ নিয়ে নিয়ে একটি করে ‘শক্তিকেন্দ্র’। এলাকা অনুযায়ী কোথাও কোথাও সেই কেন্দ্র কমবেশিও হয়। শুক্রবার সব শক্তিকেন্দ্রেই ভার্চুয়াল বৈঠকের ব্যবস্থা থাকছে।
Be the first to comment