মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ের অচলাবস্থা কাটাতে বিশেষ উদ্যোগ নিয়েছেন। গড়া হয়েছে নতুন প্রশাসনিক বোর্ড। বিনয় তামাং-এর নেতৃত্বে এই বোর্ড দায়িত্ব নিয়েছে ২৪ ঘণ্টা আগে। আর তাতেই স্বাভাবিক হতে শুরু করল পাহাড়। একদিকে যেমন মায়ের বোধনে সারা বাংলা মাতোয়ারা, তেমনি পাহাড়েও খুশির হিল্লোল। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং সর্বত্রই বন্ধ উঠে গিয়ে পুরোনো ছন্দে ফিরছে পাহাড়। কেন্দ্রের তরফে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মোর্চা-কে তড়িঘড়ি বন্ধ তুলে নেওয়ার কথা বলেন। আসলে কোণঠাসা বিমল গুরুং-এর মুখরক্ষার জন্যই কেন্দ্র এটা করেছে বলে অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের। পাহাড়ের মানুষ চাইছেন বন্ধ কাটিয়ে স্বাভাবিক জনজীবনে ফিরতে।
Be the first to comment