২৬ ডিসেম্বর হেস্টিংসে বিজেপির দলীয় নির্বাচনি কার্যালয়ে আসছেন শুভেন্দু অধিকারী। দলে যোগ দেওয়ার পর এই প্রথম। শুধু যে শুভেন্দু আসছেন তাই নয়, নতুন যোগদানকারী বিজেপি পরিবারের সব সদস্যকেই এদিন ডাকা হয়েছে। বৈঠকে থাকবেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। এদিন কৈলাস বিজয়বর্গীয় সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্ভাবনাও প্রবল। ২১-এর নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে জোরদার করার জন্য এই বৈঠক বলে মনে করছে রাজনৈতিক মহল। একদিকে সংগঠনকে আরও মজবুত করার চেষ্টা চলছে বিজেপির অন্দরে, অন্যদিকে শুভেন্দু অধিকারী যে জননেতা, তাই একের পর এক জনসভাতে অংশগ্রহণের কর্মসূচি রয়েছে তাঁর। ৭ জানুয়ারি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করার পরই সেখানে ৮ জানুয়ারি সভা করবেন শুভেন্দু অধিকারী। তবে জানুয়ারি মাস আসতে তো এখনও কয়েকদিন বাকি। তার আগে বিন্দুমাত্র সময় নষ্ট করতে রাজি নয় বিজেপি নেতৃত্ব। তাই রবিবার ছুটির দাঁতনে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে শুভেন্দুর জনসভা। মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু। তাই পূর্ব-পশ্চিম-ঝাড়গ্রামে এইসব বিভাজনে বিশ্বাসী নন তিনি। অবিভক্ত মেদিনীপুরের জনগণের প্রতি আস্থা রাখেন তিনি। দাঁতনের সভায় লোক কেমন হয়, সেটা দেখার অপেক্ষায় সবাই।
Be the first to comment