বাংলার কৃষকদের দুর্দশার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে ফের মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন অমিত মালব্য। গোটা দেশের কৃষকরা টাকা পেলেও বাংলার কৃষকরা বঞ্চিত হচ্ছেন তাঁর একমাত্র কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর ইগোর কারণেই রাজ্যের কৃষকদের এই দুর্দশা বলে টুইটে লিখেছেন অমিত মালব্য। প্রসঙ্গত উল্লেখ্য আজই দেশের ৯ কোটি কৃষকদের হাতে প্রধানমন্ত্রী কৃষক নিধি প্রকল্পের পরের কিস্তির টাকা তুলে দেন প্রধানমন্ত্রী। এদিকে কৃষি আইনের বিরোধিতায় উত্তাল গোটা দেশ। কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে একুশের ভোটের দায়িত্বে অমিত মালব্যকে পাঠিয়েছেন অমিত শাহরা। তারপর থেকেই মমতা সরকারের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়ে চলেছেন বিজেপি নেতা। বড়দিনের সকালে অমিত মালব্য টুইট করে বঙ্গের কৃষকদের দুর্দশার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলে টুইট করেন অমিত মালব্য। দেশের কৃষকরা টাকা পেলেও বাংলার কৃষকরা টাকা পাচ্ছেন না। কৃষকদের তালিকা এখনও তৈরি করে দেয়নি রাজ্য সরকার। পিসির ইগোর কারণেই বঙ্গের কৃষকরা দুর্দশা শিকার হচ্ছেন।
মোদীর নয়া কৃষি আইনের বিরোধিতায় কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হরিয়ানায় ৫ সাংসদকে পাঠিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সেই প্রতিনিধি দলে ছিলেন ডেরেক ও ব্রায়েন, শতাব্দী রায় সহ একাধিক সাংসদ। তাঁরা গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। এবং ফোনে কৃষকদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদের ভারত বনধকেও সমর্থন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কৃষি আইনের বিরোধিতায় দেশজুড়ে কৃষকরা আন্দোলন শুরু করেছে। বিশেষ করে পাঞ্জাব-হরিয়ানার কৃষকরা পথে নেমে বিরোধিতা শুরু করেছেন। যতদিন না মোদী সরকার নয়া কৃষি আইন প্রত্যাহার করছেন ততদিন আন্দোলন চলবে বলে জানিয়েছেন তাঁরা। এই নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন তাঁরা। যতদিন মোদী সরকার থাকবেন ততদিন এই আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
আজ, প্রধানমন্ত্রী যখন সারা দেশে ৯ কোটি কৃষক পরিবারগুলিতে ১৮,০০০ কোটি টাকা সাহায্য করবেন, পশ্চিমবঙ্গের কৃষকরা বঞ্চিত হবেন কারণ মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্য গ্রহণকারীদের তালিকা চিহ্নিত করে, তালিকা জমা দিতে অস্বীকার করেছেন।
পিসির অহংকার মানেই কৃষকদের ভোগান্তি!
পশ্চিমবঙ্গের প্রায় ৭২ লক্ষ কৃষকের মধ্যে প্রায় ২৩ লক্ষ লোক পিএম কিষান সম্মান নিধির অধীনে সুবিধা পেতে কেন্দ্রীয় পোর্টালে নাম নথিভুক্ত করেছেন, কিন্তু পিসি তাদের সইটুকুও করে দেননি।
পশ্চিমবঙ্গের প্রতিটি কৃষক এই পর্যন্ত ১৪,০০০ টাকা (সর্বশেষ কিস্তি সহ) এবং এই রাজ্য মোট ৯৮০০ কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছেন।
পশ্চিমবঙ্গের কৃষিজমির কেবল ৫৫% জমিতে সেচের সুবিধা আছে। জলের প্রাচুর্য থাকা সত্ত্বেও সেচের পরিকাঠামো বেহাল। ২৯ টি রাজ্যের মধ্যে এটি ২৪ নম্বরে রয়েছে।
২০১৬-২০১৭অর্থবর্ষে নাবার্ডের রিপোর্ট অনুসারে কৃষকদের গড় মাসিক আয়ের পরিপ্রেক্ষিতে ২৯ টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থান ২৪।
কৃষকদের ব্যর্থতা পিসির জন্যই।
- Shri. Amit Malviya, Co In-Charge, West Bengal
Be the first to comment