আজকের দিন

Spread the love

মোহাম্মদ রফি

(জন্ম: ২৪ ডিসেম্বর, ১৯২৪ – মৃত্যু: ৩১ জুলাই, ১৯৮০)
তিনি ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশে জন্মগ্রহণকারী বিখ্যাত ভারতীয় সঙ্গীতশিল্পী। তিনি সমগ্র উপমহাদেশে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি সঙ্গীত ভুবনে সুদীর্ঘ চার দশক সময়কাল অতিবাহিত করেন। সঙ্গীত কলায় অসামান্য অবদান রাখায় শ্রেষ্ঠ গায়ক হিসেবে জাতীয় পদক এবং ৬-বার ফিল্মফেয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। এছাড়াও, ১৯৬৭ সালে ভারত সরকার প্রদত্ত পদ্মশ্রী সম্মানেও অভিষিক্ত হয়েছেন তিনি। প্রায় চল্লিশ বছর সময়কাল ধরে সঙ্গীত জগতে থাকাকালীন তিনি ছাব্বিশ হাজারেরও অধিক চলচ্চিত্রের গানে নেপথ্য গায়ক হিসেবে সম্পৃক্ত ছিলেন মোহাম্মদ রফি। তিনি বহুবিধ গানে অংশ নেয়ার বিশেষ ক্ষমতার অধিকারী ছিলেন। তন্মধ্যে শাস্ত্রীয় সঙ্গীত, দেশাত্মবোধক গান, বিরহ-বিচ্ছেদ, উচ্চ মার্গের প্রেম-ভালবাসা, কাওয়ালী, ভজন, গজল-সহ বিভিন্ন গোত্রের গানে দক্ষতা ও পারদর্শিতা দেখিয়েছেন সমানভাবে।
.
হিন্দিসহ কোনকানি, উর্দু, ভোজপুরী, উড়িয়া, পাঞ্জাবী, বাংলা, মারাঠী, সিন্ধী, কানাড়া, গুজরাতি, তেলেগু, মাঘী, মৈথিলী, অসমীয়া ইত্যাদি ভাষায় তিনি গান গেয়েছেন। এছাড়াও আরও গান গেয়েছেন – ইংরেজী, ফার্সী, স্প্যানিশ এবং ডাচ ভাষায়।
.
২৪ জুলাই, ২০১০ ইং তারিখে টাইমস অব ইন্ডিয়া পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে তার চমকপ্রদ কণ্ঠস্বরকে বিশেষভাবে মূল্যায়িত করা হয়েছে। আমি তোমাকে ভালবাসি বা (আই লাভ ইউ) বাক্যটিকে যদি ১০১ প্রকারে গান আকারে গাইতে বলা হয়, মোহাম্মদ রফি ঐ ১০১ প্রকারে তার সবটুকুই করতে পারতেন। প্রায় চার দশকের গানের ভুবনে অসাধারণ অবদানের জন্য মোহাম্মদ রফি তাই সকল সময়ের, সকল কালের ও সকল বিষয়ের শিল্পী হিসেবে পরিগণিত হয়ে আছেন।
.
জন্মদিবসে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি।

অনিল কাপুর

(জন্ম ২৪ ডিসেম্বর ১৯৫৬)
তিনি একজন ভারতীয় অভিনেতা এবং চলচ্চিত্র প্রযোজক। তাঁকে অসংখ্য বলিউড সিনেমায় এবং সম্প্রতি আন্তর্জাতিক সিনেমায় তাকে অভিনয় করতে দেখা যায়। তিনি ৩০ বছর ধরে অভিনয় করেন এবং এরপর তিনি সমালোচক গান্ধী, মাই ফাদার (Gandhi, My Father) চলচ্চিত্র প্রযোজনার মাধ্যেম তিনি চলচ্চিত্র প্রযোজনা শুরু করেন।
.
অনিল কাপুর শেখর কাপুরের কল্পবিজ্ঞান চলচ্চিত্র মিঃ ইন্ডিয়া (Mr. India) (১৯৮৭) সিনেমায় তিনি শিরোনাম ভূমিকায় অভনয় করেন, যা সে বছরের সর্ববৃহৎ হিট ছিল।
.
হাম তুমহারে, একবার কাহো, হাম পাঁচ, মহব্বত, পিয়ার কা সিন্দুর, মশাল, জানবাজ, কর্ম, ইতিহাস, হিফাজত, কসম, তেজাব, ইন্তেকাম, রাম লক্ষন, ঈশ্বর, রাখওয়ালা, পারিন্দা, ঘর হো তো অ্যায়সা, জিগারওয়ালা, প্রতিকার, খেল ইত্যাদি বহু সিনেমায় অভিনয় করেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

পিযুজ চাওলা

(জন্ম: ২৪ ডিসেম্বর, ১৯৮৮)
তিনি একজন ভারতীয় ক্রিকেটার যিনি ভারতীয় জাতীয় ক্রিকেট দলের জন্য খেলেছেন। তিনি ভারত আন্ডার-১৯ এ দলের জন্য এবং সেন্ট্রাল জোনের জন্যও খেলেছেন। তিনি ঘরোয়া ক্রিকেটে লেগ-স্পিনিং অলরাউন্ডার হিসেবে দেখেন, তবে আন্তর্জাতিক ক্রিকেটে একজন বিশেষজ্ঞ বোলার হিসেবে খেলেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

সুব্রত পাল

(জন্ম: ২৪ ডিসেম্বর, ১৯৮৬) একজন ভারতীয় বাঙালি ফুটবলার ৷ বর্তমানে ভারতের জাতীয় দলের গোলরক্ষক ৷ খেলা শেখেন ২০০০ সালে টাটা ফুটবল একাদেমীতে ৷ পরবর্তীকালে ২০০৩ সালে কলকাতার মোহনবাগান ক্লাবে যোগ দেন ৷ নেহেরু কাপ ও এ এফ সি চ্যালেঞ্জারর্স কাপে আন্তর্জাতিক মানের সাফল্য তার খেলোয়াড় জীবনে আলাদা মাত্রা এনে দেয়।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

অনুভব মোহান্তি

(জন্ম: ২৪ ডিসেম্বর, ১৯৮১)
তিনি ভারতে ওড়িশা রাজ্যে একজন উড়িয়া অভিনেতা এবং রাজনীতিবিদ। ২০০৪ সালে মুম্বাইয়ের টিভি অভিনেত্রী নম্রতার সাথে অভিনয় করেন তিনি। ২০১২ সালে বালুঙ্গা টোকা’র সাফল্যের পর তিনি বিষ্ণুপ্রিয়া আর্টস ও গ্রাফিক্স নামে তাঁর নিজস্ব প্রোডাকশন হোম তৈরি করেন। অনুভব বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অভিনয় করেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*