দেশজুড়ে যানবাহনের জন্য বাধ্যতামূলক হচ্ছে ফাস্টট্যাগ সিস্টেম। আগামী বছর ১ জানুয়ারি থেকে চালু হচ্ছে এই ব্যবস্থা। বৃহস্পতিবারই জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতীন গড়গড়ি।
টোল প্লাজাতে ইলেকট্রনিক পেমেন্টের জন্য এই ব্যবস্থা চালু করা হয় ২০১৬ সালেই। এবার তা বাধ্যতামূলক করা হচ্ছে। জানা যায় এই -ট্যাগে ডিজিটালি নথিভূক্ত থাকবে গাড়ি সম্পর্কিত সব তথ্য। রেডিয়ো ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন পদ্ধতির মাধ্যমে কাজ করবে এই ট্যাগ। এটি লাগিয়ে রাখতে হবে গাড়ির উইন্ডস্ক্রিনে। টোলপ্লাজায় এলেই তা স্ক্যান হয়ে যাবে। তার পরেই খুলে যাবে গেট।
Be the first to comment