সুনীল মণ্ডলের গাড়ি ঘিরে বিক্ষোভ, অমিত শাহকে ফোন কৈলাসের

হেস্টিংস থানায় এফআইআর দায়ের বিজেপির

Spread the love

জোড়া ফুলের বেশ কিছু নেতা দল বদলাচ্ছেন । যোগ দিচ্ছেন পদ্ম শিবিরে । সেই যোগদানের পর সংবর্ধনা সভা শুরু হওয়ার আগেই ধুন্ধুমার বিজেপির হেস্টিংস চত্বর। শনিবার সকালে অধুনা বিজেপিতে যোগ দেওয়া সাংসদ সুনীল মণ্ডলের গাড়ি ঘিরে প্রবল বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। পুলিশের সামনেই বচসা বেঁধে যায় বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে দুর্ঘটনার পরেই হেস্টিংস থানায় এফ আই আর দায়ের করে বিজেপি।

জানা গেছে, হেস্টিংসের বিজেপি অফিসের অদূরে তৃণমূলের একটি বিক্ষোভ কর্মসূচি চলছিল আজ সকাল থেকে। সুনীল মণ্ডলের গাড়ি বিজেপি অফিসের দিকে এগোতেই তৃণমূল কর্মীরা বাধা দেয়। তারা রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে থাকে। স্লোগান ওঠে সুনীল মণ্ডলের বিরুদ্ধে। পুলিশের সামনেই বিক্ষোভ চলতে থাকে, সাংসদের উদ্দেশে কালো পতাকাও দেখায় বিক্ষোভকারীরা। পালটা বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরাও। উত্তেজনা বাড়তে থাকে এবং দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। আটকে যাওয়া সাংসদের গাড়ির উপর বেশ কিছু তৃণমূল বিক্ষোভকারীকে ঝাঁপিয়ে পড়তে দেখা যায়।

এরই মধ্যে বাড়তি পুলিশ এসে গাড়িটিকে বিক্ষোভকারীদের হটিয়ে বিজেপি অফিসে ঢোকায়। এরপর সুনীল মণ্ডলকে প্রবল বিক্ষোভের মধ্যে বিজেপি কর্মীরা বের করে দলীয় দপ্তরের লিফটে ঢুকিয়ে দেয়।

সুনীল মণ্ডলের গাড়ি ঘিরে তৃণমূলের বিক্ষোভের ঘটনায় অমিত শাহকে ফোন করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক তথা রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। শনিবার সকালে বিজেপিতে যোগ দেওয়া সাংসদ সুনীল মণ্ডলের গাড়ি ঘিরে প্রবল বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। পুলিশের সামনেই বচসা বেধে যায় বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে।

এবিষয়ে সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন, “হিংসা, ভয়ের রাজনীতি কি বাংলায় চলা উচিত? উত্তমকুমার, কিশোর কুমার, সাহিত্য, শিল্পকলার জন্য বাংলার পরিচয় সারা বিশ্বে ৷ আর সেই বাংলার এখন পরিচয় হিংসার রাজনীতি দিয়ে ৷ বাংলার বর্তমান পরিস্থিতির পরিবর্তন করতে বিভিন্ন দল থেকে রাজনৈতিক নেতারা বিজেপিতে যোগ দিচ্ছেন ৷ রাজ্যে কর্মসংস্থান নেই ৷ শিবরাজ সিং চৌহান বাংলার পরিযায়ী শ্রমিকদের তাঁর রাজ্যের টাকা থেকে ট্রেন ভাড়া করে বাংলায় ফিরিয়েছেন ৷ তৃণমূল একটি ব্যক্তিকেন্দ্রিক পার্টি ৷ আর ভারতীয় জনতা পার্টিতে আমরা সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*