শুভেন্দুকে ব্লক স্তরের নেতার সঙ্গে তুলনা পার্থ চট্টোপাধ্যায়ের

Spread the love

শুভেন্দু অধিকারীকে ব্লক স্তরের নেতাদের সঙ্গে তুলনা করলেন পার্থ চট্টোপাধ্যায়। শনিবার হেস্টিংসে বিজেপির বৈঠকে শুভেন্দু তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেন। সেই বিষয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে তৃণমূলের মহাসচিবের বক্তব্য, তিনি শুভেন্দুর কথার কোনও জবাব দেবেন না। এই বিষয়ে যা বলার ব্লক সভাপতিরা বলবেন।

এর থেকে স্পষ্ট যে শুভেন্দু অধিকারী-সহ অন্য দলত্যাগীদের গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। পার্থ চট্টোপাধ্যায় বলেন, মানুষ সব জানে। মানুষ দলবদলের ইতিহাস জানে। মানুষকে এত বোঝাতে হয় না।

এদিন কলকাতার হেস্টিংস এলাকায় তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন সাংসদ সুনীল মণ্ডল। তিনি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতেছিলেন। সম্প্রতি শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি বিজেপিতে যোগ দেন। সেই কারণেই এই বিক্ষোভ বলে জানা গিয়েছে।

এদিনের সাংবাদিক বৈঠকে পার্থবাবুকে সুনীল মণ্ডলকে ঘিরে বিক্ষোভ নিয়ে প্রশ্ন করা হয়। তখন তিনি পালটা প্রশ্ন তোলেন, সুনীল মণ্ডল কে ভাই? সুনীল মণ্ডল নিয়ে চিন্তা করার কারণ কী?

এদিকে এদিন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সমালোচনাও করেছেন শিক্ষামন্ত্রী। তাঁর বক্তব্য, রাজ্যপালের উচিত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন করে এ রাজ্যে বিজেপির সভাপতি হওয়া। তার পর সরকারের বিরুদ্ধে বিজেপির হয়ে পথে নামা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*