আবারও আলোচনা। এর আগে পাঁচ বার নিস্ফলা আলোচনার পর ষষ্ঠবারে কি জট কাটবে? কৃষি আইন বাতিলের দাবিতে লক্ষ লক্ষ কৃষক যে অবস্থান করছেন সেখান থেকে এই প্রশ্ন ঘুরছে সরকারের অভ্যন্তরে। পিটিআই জানাচ্ছে, কেন্দ্র সরকারের তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এক মাস ধরে চলা লক্ষ লক্ষ কৃষকদের ৪০টি সংগঠন ফের আলোচনায় সবুজ সংকেত দিল। মঙ্গলবার হবে বৈঠক।
যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগ, কৃষি আইন নিয়ে কৃষকদের ভুল বোঝানো হচ্ছে। কিন্তু আন্দোলনরত সংগঠনগুলির দাবি, এই আইন আখেরে কৃষকদের জন্য সর্বনাশ ডেকে আনবে। আইন বাতিল করতেই হবে।
শনিবার দিল্লি ও হরিয়ানার সিঙ্ঘু সীমান্তে কৃষক সংগঠনগুলি পারস্পরিক আলোচনায় বসে। পরে সরকারের কাছে চিঠিতে মঙ্গলবার বৈঠকে বসার প্রস্তাব দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার জানান, কৃষকদের জমি জোর করে অধিগ্রহণ করা হবে না। কিষাণ নিধি প্রকল্পের আওতায় ৯ কোটি কৃষকদের একাউন্টে ১৮ হাজার কোটি টাকা দেওয়ার কথা বলেন তিনি। অন্যদিকে কৃষক আন্দোলনের চাপে ফের ভাঙন এনডিএ শিবিরে।
এবার জোট ছাড়ল রাজস্থানের আরএলপি। এনডিএ শরিক দলের রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির প্রধান হনুমান বেনিওয়াল এই ঘোষণা করেছেন। কৃষি আইন বাতিল ইস্যুতে আগে এনডিএ জোট ছেড়েছে পাঞ্জাবের শিরোমনি অকালি দল।
Be the first to comment