করোনা পরিস্থিতিতে পড়াশোনার ক্ষতি হয়েছে ছাত্র-ছাত্রীদের। ইতিমধ্যেই তিন মাস পিছিয়ে দেওয়া হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভকামনা জানিয়ে রাজ্যের প্রায় সাড়ে ৯ লাখ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে চিঠি দিলেন তিনি। তাঁদের অনলাইন পড়াশোনার সুবিধার্থে ট্যাবের অর্থ দেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, তোমাদের সকলকে নতুন বছরের অনেকে অনেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির মধ্যে এ বছরটা কেটে গেল। কিন্তু আশা রাখছি নতুন আশা ও সম্ভাবনা জাগিয়ে নতুন বছর আমাদের কাছে উপস্থিত হবে। আমরা সবাই আবার আগের জীবনে ফিরে যাব। আর তোমরাও আগের মতো স্বাভাবিক পড়াশোনার জগতে ফিরে যাবে। তোমরাই হলে দেশের ভবিষ্যৎ। আগামীর কারিগর। খুব ভালো করে লেখাপড়া করো, জীবনে অনেক বড় হও ৷ আমার আশীর্বাদ সব সময় তোমাদের সঙ্গে থাকবে। শুনলে খুশি হবে, ট্যাবলেট পিসি বা ভালো স্মার্টফোন কেনার জন্য রাজ্য সরকার তোমাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেবে। আশা রাখছি আমাদের এই পদক্ষেপের মধ্য দিয়ে ভবিষ্যতে তোমাদের অনেক সুবিধা হবে। তোমাদের সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাও নতুন বছরের শুভেচ্ছা জানাই ৷ তোমাদের জীবনে ফিরে আসুক শিক্ষার স্বর্ণযুগ। ভালো থেকো, সুস্থ থেকো।
মুখ্যমন্ত্রীর তরফ থেকে পরীক্ষার্থীদের সরাসরি চিঠি দেওয়ার ঘটনা সাম্প্রতিক অতীতে বিরল। ওয়াকিবহাল মহলের মতে, দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের চিঠি দিয়ে কার্যত এক ঢিলে দুই পাখি মারলেন মমতা। ছাত্র-ছাত্রীদের ট্যাব প্রদানকে সামনে রেখে নির্বাচনের আগে কার্যত জনসংযোগ সেরে নিলেন তিনি।
Be the first to comment