অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বুদ্ধিজীবীদের প্রতিবাদ

Spread the love

বিশ্বভারতী জমি বিতর্কে এবার নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পাশে দাঁড়ালেন একাধিক বুদ্ধিজীবী,কবি-সাহিত্যিকরা। রবিবার বিকেল নাগাদ বাংলা একাডেমির সামনে প্রতিবাদ সভা করেন বুদ্ধিজীবীরা। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে থাকার বার্তা নিয়ে এদিন প্রতিবাদ সভায় হাজির ছিলেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, যোগেন চৌধুরী থেকে শুরু করে সুবোধ সরকার, জয় গোস্বামী, কবীর সুমন, ব্রাত্য বসু সহ একাধিক বুদ্ধিজীবীরা।

রবিবার প্রতিবাদ সভা থেকে একযোগে বিজেপি সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণ করেন বুদ্ধিজীবীরা। প্রতিবাদ সভার শুরুতেই এদিন বক্তব্য রাখেন কবীর সুমন। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এর বিরুদ্ধে বিশ্বভারতীর এই পদক্ষেপকে কড়া ভাষায় সমালোচনা করেন তিনি। তিনি বলেন বিজেপির সম্পর্কে কথা বলা মানে বাবলা গাছকে আলিঙ্গন করার মত। যারা আজ অমর্ত্য সেন নিয়ে বলছেন তাদের তো অমর্ত্য বাবু নিয়ে রাগ হবেই। বাঙালিকে ওরা রাগিয়ে দিচ্ছে। 

প্রসঙ্গত, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ির সীমানায় বিশ্বভারতীর জমিও ঢুকে গিয়েছে বলে সম্প্রতি অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবেই তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ইতিমধ্যেই নোবেলজয়ী পক্ষে দাঁড়িয়ে বিশ্বভারতী তথা কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসহিষ্ণু তার বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়ে ইতিমধ্যেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরব হয়েছেন বুদ্ধিজীবীরাও।

প্রতিবাদ সভা থেকে সুর চড়ান রাজ্য মন্ত্রীসভার সদস্য ব্রাত্য বসু। তিনি বলেন এই সরকার যারা গলা তুলেছে তাদেরকে আটকানোর চেষ্টা করছে। সাধারণ মানুষের কি হাল করতে পারে এই সরকার তা এই দেখেই বোঝা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*