আগামী ৭ জানুয়ারি নন্দীগ্রামের সভায় থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আপাতত তিনি নন্দীগ্রামে যাচ্ছেন না বলে সূত্রের খবর। তবে ওইদিনের তৃণমূলের সভা বাতিল হয়নি বলেই জানা গিয়েছে। ওই সভা তথা কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলেও সুব্রত বক্সী সহ অন্য তৃণমূল নেতৃত্ব উপস্থিত থাকবেন ৷
শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর থেকেই শিরোনামে নন্দীগ্রাম। নন্দীগ্রাম-সহ দুই মেদিনীপুর নিজেদের দখলে রাখতে তৎপর দুইপক্ষ তৃণমূল ও বিজেপি। এর মধ্যে আগামী ৭ জানুয়ারি নন্দীগ্রামের শহিদ দিবস পালন করার কথা রয়েছে তৃণমূল নেতৃত্বের। যে কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। শহিদ দিবসকে সামনে রেখে একটি সভাও করার কথা ছিল তাঁর।
এদিকে পরদিন অর্থাৎ ৮ জানুয়ারি মমতার সভার পালটা সভা করার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। মমতা ও শুভেন্দুর পরপর দুটো সভাকে কেন্দ্র করে নন্দীগ্রামে বাড়ছিল রাজনৈতিক পারদ। এমতাবস্থায় হঠাৎই যেন রাজনৈতিক যুদ্ধে ছন্দপতন ঘটল। ৭ তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর।
তবে মমতা বন্দ্যোপাধ্যায় না গেলেও শহিদ দিবস পালন করবে তৃণমূল নেতৃত্ব। সেখানে উপস্থিত থাকবেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি-সহ অন্য তৃণমূল নেতৃত্ব। মমতা কেন যাবেন না ওইদিন সেই বিষয়ে এখনও স্পষ্ট করেনি দল। এদিকে ৭ তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে সভায় উপস্থিত না থাকলেও পূর্ব ঘোষণা মতো পরদিন সভা করবেন শুভেন্দু অধিকারী। সেখানে বিজেপির তরফে নিজের শক্তি প্রদর্শন করবেন তিনি।
Be the first to comment