কোরোনা আক্রান্ত হলেন রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। রবিবার তাঁর কোরোনার রিপোর্ট পজিটিভ আসে। তারপর তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীনে রয়েছেন। পরিবারের সকলে আপাতত হোম কোয়ারানটিনে রয়েছেন বলে জানিয়েছেন অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি।
অখিল গিরির ছেলে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহকারী জেলা সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, বেশ কিছু দিন ধরেই বাবা অসুস্থ ছিলেন। কোরোনা পরীক্ষা করানো হয়। তাতে রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে গতকালই বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এদিকে অখিল গিরি কোরোনা আক্রান্ত হওয়ায় মমতার পূর্ব মেদিনীপুর যাওয়া স্থগিত করা হয়েছে। তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় বলেন, রাজ্য সরকারের নয়া প্রকল্প “দুয়ারে সরকার” জেলায় জেলায় পালিত হচ্ছে। অখিল গিরিকে ছাড়া ওই জেলায় দুয়ারে সরকার কর্মসূচি সম্ভব নয়। পূর্ব মেদিনীপুরে এই কর্মসূচি পালিত হওয়ার কথা ছিল । কিন্তু অখিল গিরি কোরোনা আক্রান্ত হওয়ায় কর্মসূচির দিন পিছিয়েছে দল।
Be the first to comment