শীতের দাপুটে ব্যাটিংয়ে একেবারে জবুথবু বাংলা। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দু’ ডিগ্রি কম। এই পারদ যে আরও কিছুটা নামতে চলেছে, তারও ইঙ্গিত দিয়ে রেখেছে হাওয়া অফিস। সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রিও ছুঁতে পারে। অর্থাৎ বছরের শেষটা কনকনে শীতের ‘উত্তাপে’ই কাটবে বঙ্গবাসীর।
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রামে সকালের দিকে এবং বিকেলের পর তাপমাত্রা অনেকটাই কম থাকছে। অন্যদিকে কলকাতা-সহ অন্যান্য জেলায় স্বাভাবিকের থেকে দু’ তিন ডিগ্রি নিচেই থাকছে তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আকাশ মেঘমুক্ত বলেই উত্তর পশ্চিমের হিম শীতল হাওয়া অবাধে ঢুকছে বঙ্গে। সঙ্গী হিমেল হাওয়াও। এই দুই-এর মিশেলেই বঙ্গের পারদ এতটা নিম্নমুখী।
Be the first to comment