স্থায়ী চাকরি সহ একাধিক দাবিতে শ্রম দপ্তরের ঠিকা শ্রমিকদের বিক্ষোভ নেতাজি ইন্ডোরে। মন্ত্রীদের সামনেই চলে বিক্ষোভ-স্লোগান-চেয়ার ছোড়াছুড়ি। ছেঁড়া হয় হোর্ডিং, ফেস্টুন। ফিরহাদ হাকিম, মলয় ঘটকের সামনেই চলে বিক্ষোভ। বিক্ষোভের মুখে পড়েন সাধন পাণ্ডে, শোভনদেব চট্টোপাধ্যায়রাও। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক ছিল সেল্ফ এমপ্লয়েড লেবার অর্গানাইজেশনের। বৈঠকে সমাধানসূত্র না মেলায় পথ অবরোধ করা হয়।
অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে সামাজিক সুরক্ষা যোজনার খাতে যে টাকা তোলা হত, তার জন্য এই অর্গানাইজেশন কমিশন পেত। কিন্তু গত এপ্রিল মাস থেকে এই কমিশন পাওয়া বন্ধ হয়ে গেছে। এরই প্রতিবাদে বিক্ষোভ-অবরোধ। মন্ত্রীরা ইতিমধ্যেই সভা ছেড়ে বেরিয়ে গেছেন
গেট ভেঙে ফেলা হয়, হোর্ডিং-ফ্লেক্সও ভেঙে ফেলে দেওয়া হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, বেতনের প্রতিশ্রুতি দিয়ে তাঁদের ডাকা হয়েছিল। কিন্তু এদিন মন্ত্রীরা এ সম্পর্কে কিছু বলেননি। কোনও সমাধান সূত্রও বেরোয়নি। তাই এই বিক্ষোভ প্রতিবাদ।
রাস্তা পুরোপুরি অবরুদ্ধ করে দেওয়া হয়। বিক্ষোভকারীরা স্লোগান নিয়ে তাঁদের ক্ষোভ প্রকাশ করেন। পুলিশের বিরুদ্ধেও নিগ্রহের অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, তাঁদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আনা হয়েছে। কেউ কেউ বলছেন, টাকাপয়সা খরচ করে এখানে সমস্যার সুরাহার আশায় এসেছিলেন। কিন্তু শুকনো আশ্বাস ছাড়া আর কিছু পাননি বলেই তাঁদের অভিযোগ। বিক্ষোভকারীরা অবস্থানে বসেছেন। বেতন কাঠামো ও সামাজিক সুরক্ষার মতো বিষয়ে তাঁরা প্রতিশ্রুতি পেয়েছিলেন বলে দাবি করেছেন বিক্ষোভকারীদের। কিন্তু সে ব্যাপারে কিছুই বলা হয়নি। দাবি না মেটা পর্যন্ত অবস্থান চালিয়ে যাবেন বলে বিক্ষোভকারীরা দাবি করেছেন।
Be the first to comment