ডায়মন্ড হারবার-কাণ্ডে’ বিতর্কিত পুলিশ অফিসার ভোলানাথ পাণ্ডেকে বদলি করল রাজ্য সরকার। সোমবার ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপারের পদ থেকে তাঁকে বদলি করা হয়েছে হোমগার্ডের এসপি পদে।
প্রসঙ্গত গত ১০ ডিসেম্বর ডায়মন্ড হারবারের সভায় যাওয়ার পথে বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা হয়। তার পরপর রাজ্যের তিন আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে নিতে চেয়ে নবান্নকে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় ওই তিন আইপিএস অফিসার নিজেদের ‘দায়’ এড়াতে পারেন না বলেই কেন্দ্রীয় বার্তা আসে।
যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাঁকে আগেই তিন বছরের জন্য বিপিআরডিতে পাঠায়। কিন্তু রাজ্যের আপত্তিতে তিনি সেখানে যেতে পারেননি। এই পরিস্থিতিতে রাজ্য সরকার তাঁকে বদলি করল হোমগার্ডে।
সোমবার নবান্ন থেকে জারি করা নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, ডায়মন্ড হারবার-কাণ্ডে বিতর্কিত পুলিশ অফিসার ভোলানাথ পাণ্ডেকে বদলি করা হয়েছে হোমগার্ডের এসপি পদে। তার জায়গায় ডায়মন্ড হারবারে পাঠানো হয়েছে বারাসত পুলিশ জেলার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে৷
এছাড়া এদিন আরও কয়েক জন পুলিশ কর্তার বদলি হয়েছে ৷ তাদের মধ্যে রয়েছেন হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি রাজনারায়ণ মুখোপাধ্যায় ৷ তাকে বারাসতের এসপি পদে বদলি করা হয়েছে ৷ শিবপ্রসাদ পাত্রকে ডেপুটি কমান্ডান্ট, রাজ্য সশস্ত্র পুলিশ তৃতীয় ব্যাটালিয়ন থেকে হুগলি গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।
হুগলি গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার সুরিন্দর সিংহকে হাওড়া গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। অন্যদিকে হাওড়া গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়কে রাজ্য সশস্ত্র পুলিশেরতৃতীয় ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডান্টের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ একই সঙ্গে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি অসীম খানকে ফরাক্কার এসডিপিও পদে বদলি করা হয়েছে ৷
আইপিএস অফিসার রাজীব মিশ্রা যিনি আইজি দক্ষিণবঙ্গ পদে ছিলেন তাঁকে এডিজিপি দক্ষিণবঙ্গ পদে উন্নীত করা হয়েছে। আইপিএস দময়ন্তী সেনকে কলকাতা পুলিসের স্পেশাল সিপি-২ পদে নিয়ে আসা হল ৷
অন্যদিকে, অজয় নন্দা, নিশাথ পারভেজ, হুমায়ুন কবীর, সুগত সেন, দেবাশীষ বেজের মতো পুলিশ অফিসারেরা যে যা পদে ছিলেন, সেই পদেই রয়েছেন। কিন্তু তারা ডিআইজি র্যাঙ্ক থেকে আইজি র্যাঙ্কে উন্নীত হয়েছেন ৷ একই সঙ্গে হাওড়া ও হুগলি গ্রামীণ এবং ফরাক্কার এসডিপিও পদের আধিকারিকদেরও বদলি করা হয়েছে ৷
নাড্ডার কনভয়ে হামলা পর পশ্চিমবঙ্গের তিন আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে যাওয়ার নির্দেশ দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্য পুলিশের এই তিন আধিকারিক হলেন, ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পান্ডে, দক্ষিণবঙ্গের এডিজি রাজীব মিশ্র ও ডিআইজি, প্রেসিডেন্সি রেঞ্জ প্রবীণ ত্রিপাঠী। এই তিনজনেই বিজেপির সর্বভারতীয় সবাপতি জেপি নাড্ডাপ নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
এদিকে, কেন্দ্রের ডাকে দিল্লি যাচ্ছেন না বলে পাল্টা কেন্দ্রীয় রাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লাকে লেখা এক চিঠিতে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন। ওই ঘটনায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার দুই থানায় তিনটি পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে সাত জনকে গ্রেফতার করা হয়েছে।
Be the first to comment