বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথমবার নন্দীগ্রামে পা রাখলেন শুভেন্দু অধিকারী ৷ আর নিজের খাসতালুকে পা দিয়েই শুভেন্দুর হুঙ্কার, তৃণমূলের ভাঁওতাবাজি মানুষ বুঝে গিয়েছে। রাজনৈতিক ভারসাম্য হারিয়েছেন তৃণমূল নেতারা ৷
এ দিন অরাজনৈতিক কর্মসূচিতেই নন্দীগ্রামে গিয়েছেন শুভেন্দু ৷ সেখানে বজরংলীর মন্দিরে পুজো দেওয়ার কথা তাঁর ৷ জানকী মন্দিরেও যাওয়ার কথা রয়েছে তাঁর ৷ নন্দীগ্রামে রোড শো-তেও অংশ নেন শুভেন্দু ৷ সেখানে অবশ্য বিজেপির দলীয় পতাকা ছিল না ৷ তাসত্ত্বেও শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাতে মানুষের ঢল নামে নন্দীগ্রামে।
তাঁর প্রতি নন্দীগ্রামের মানুষের সমর্থন দেকে স্বভাবতই খুশি শুভেন্দু কারণ তৃণমূল নেতারা চ্যালেঞ্জ ছুড়ে দাবি করেছিলেন, নন্দীগ্রামে জনসমর্থন হারিয়েছেন শুভেন্দু ৷ তার পাল্টা শুভেন্দু এ দিন সৌগত রায় সহ তৃণমূল নেতাদের কটাক্ষ করে বলেছেন, ‘রাজনৈতিক ভাবে এঁরা মানসিক ভারসাম্য হারিয়েছেন ৷
পাশাপাশি এ দিন নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে নিজের পুরোন দলকে কড়া আক্রমণ করেছেন শুভেন্দু, এঁদের কথা কাজের কোনও মূল্য আছে নাকি? সাড়ে ন’ বছর পর মনে পড়েছে যমের দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধান ৷ এসব ভাঁওতাবাজিতে আর কাজ হবে না ৷ বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, এবার বাংলায় পরিবর্তনের পরিবর্তন করতে হবে ৷
আগামী ৮ জানুয়ারি নন্দীগ্রামে সভা করারও কথা রয়েছে শুভেন্দু অধিকারীর৷ এ দিন নন্দীগ্রামে গিয়েই প্রথমে স্থানীয় বিজেপি অফিসে যান শুভেন্দু অধিকারী৷ কয়েক দিন আগেই নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু ৷
Be the first to comment