বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কর্মসূচির পাল্টা সভা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বোলপুরের জাম্বুনির সেই সভা থেকে সরাসরি বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী। মমতার অভিযোগ, বিজেপির কেন্দ্রীয় নেতারা বহিরাগত। বাংলার সম্পর্কে তাঁরা জানেন না। তাঁরা বলে গেলেন শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের জন্ম। মমতার দাবি, বিশ্বভারতী ও রবীন্দ্রনাথকে অপমান করছে বিজেপি। অমর্ত্য সেনও আক্রমণের হাত থেকে রেহাই পাননি।
প্রথমবার সাংসদ হওয়ার পর প্রথমবার বিশ্বভারতীতে এসেছিলেন মমতা। তখন বিশ্বভারতীর আচার্য তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। তাঁর সঙ্গেই শান্তিনিকেতনে আসেন বলে জানান মুখ্যমন্ত্রী। মমতার অভিযোগ, বিশ্বভারতীকে কেন্দ্র করে ধর্মান্ধ রাজনীতি চলছে। এটা তাঁর একদম ভালো লাগে না।
পাশাপাশি এদিন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো আরও দাবি করেন, সারা বাংলায় এক ঘৃণ্য রাজনীতি আমদানি করা হয়েছে। বিজেপি টাকা ছড়িয়ে ভোটে জেতে বলে এদিন অভিযোগ করেছেন মমতা। সাধারণ মানুষের উদ্দেশ্যে তাঁর পরামর্শ, বিজেপি টাকা দিলে নিয়ে নিতে। কিন্তু ভোট দেওয়ার দরকার নেই।
ভোটের আগে বিজেপি টাকা দিয়ে বিধায়ক কিনছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এভাবে তৃণমূলকে ভাঙা যাবে না বলেও দাবি করেছেন তিনি।
Be the first to comment