বোলপুরে জনসভায় নাম না করে মঙ্গলবার বিজেপিকে কড়া আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বভারতীতে ঘৃণ্য রাজনীতির আমদানি করা হয়েছে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিশ্বভারতী-শান্তিনিকেতনের অপমান করা হচ্ছে।
আদিবাসী বাড়িতে ভোজনের প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, ফাইভ স্টারের খাবার খেয়ে দেখানো হচ্ছে আদিবাসী বাড়ির খাবার। মুখ্যমন্ত্রী বলেন, ‘আদিবাসীদের অপমান করার অধিকার কারও নেই’।
পাশাপাশি তিনি বলেন, সোনার বাংলার স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুরই। নতুন করে সোনার বাংলার স্বপ্ন দেখানোর দরকার নেই। দলবদলের প্রসঙ্গ উল্লেখ্য করে মমতা বলেন, টাকা দিয়ে কিছু বিধায়ক কেনা যায়। তাতে তৃণমূলের কিছু হয় না। সভা থেকে বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বর্গি আসছে। একই সঙ্গে সাধারণ মানুষকে ভোটার লিস্টে নাম তুলতেও অনুরোধ করেন তিনি।
এদিন সভার আগে বোলপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পদযাত্রা করেন। বেলা ১ টার একটু পর থেকেই শুরু হয় এই পদযাত্রা। বোলপুর লজমোড় থেকে জামবুনি পর্যন্ত মোট ৪ কিমি রাস্তা হাঁটেন মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের পদযাত্রার একেবারে সামনে ছিল ২ টি ট্যাবেলো। চলছিল বাউল গান, আদিবাসী নৃত্য, কীর্তন। এমনকি ঢাক-ঢোলও ছিল। এদিন তৃণমূল নেত্রীর পদযাত্রায় পা মেলান হাজার হাজার মানুষজন। বোলপুর জুড়ে দেখা যায় ব্যাপক উন্মাদনা।
Be the first to comment