বর্ষবরণের উৎসবে বাড়তি জমায়েত নয়, নির্দেশ হাইকোর্টের

Spread the love

বর্ষবরণ উৎসবে কোথাও যাতে বাড়তি জমায়েত না হয়, তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কোরোনা বিধি মেনে যাতে জমায়েত হয়, তা নিশ্চিত করার জন্য রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিল বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ও বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চ।

আদালতের বক্তব্য, বছর শেষে বহু মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছেন। এই সময়টা গোটা রাজ্যজুড়ে উৎসবের মেজাজ থাকে। বিভিন্ন জায়গায় ভিড় হচ্ছে বলে সংবাদমাধ্যমে নজরে আসছে। এই অবস্থায় কোরোনা-বিধি যাতে লঙ্ঘিত না হয় তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক এবং স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে। পুলিশকে পুরো বিষয়ের উপর নজর রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

সম্প্রতি অজয়কুমার দে একটি জনস্বার্থ মামলা করেছিলেন হাইকোর্টে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই আজ আদালত জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি করে। অজয়কুমার দে-র মামলার পরিপ্রেক্ষিতে এর আগে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, এই বছর কোনও পুজো মণ্ডপে দর্শক প্রবেশ করতে পারবে না। দুর্গাপুজোর পর কালীপুজো, জগদ্ধাত্রী ও ছটপুজোর জন্য একই নির্দেশ পরবর্তীতে বলবৎ করেছিল আদালত।

পুজো সংক্রান্ত মামলাতেই বড়দিনের ছুটিতে যে ভিড় হয় সেই ব্যাপারে উল্লেখ করেছিলেন মামলাকারী কিন্তু, বিচারপতি সঞ্জীব বন্দোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ তখন জানিয়েছিল বড়দিন ও বর্ষবরণের উৎসব যেহেতু এখনও অনেক দেরি, তাই এই ব্যাপারে কোনও নির্দেশ দেয়নি আদালত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*