সংবিধান মানছেন না রাজ্যপাল, অভিযোগ এনে এবার তাঁকে অপসারণের দাবী জানিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল

রাষ্ট্রপতিকে দেওয়া হলো চিঠিও

Spread the love

‘সংবিধান মানছেন না রাজ্যপাল। সংবিধান অনুযায়ী কাজ করতে ব্যর্থ তিনি। রাজ্যের এক্তিয়ারে হস্তক্ষেপ করছেন’- রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে এমনই অভিযোগ এনে তাঁকে অপসারণের দাবী আনল তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয় এই নিয়ে স্মারকলিপিও দেওয়া হল রাষ্ট্রপতির কাছে।

বুধবার তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলন করে দলের সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন,  ‘আমাদের রাজ্যে যেসব রাজ্যপাল এতদিন এসেছেন তাঁরা নিজ নিজ ক্ষেত্রে বিশিষ্ট  ছিলেন। কিছুদিন আগে আমাদের রাজ্যে রাজ্যপাল হয়ে এসেছিলেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র গোপালকৃষ্ণ গান্ধী। গত বছর জুলাই মাসে আমাদের রাজ্যে রাজ্যপাল নিয়োজিত হন জগদীপ ধনখড়। প্রথমদিন থেকে মাননীয় রাজ্যপাল, রাজ্য সরকার, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিয়মিত ওয়াইল্ড অ্যালিগেশন আনছেন। কখনও প্রেসি ব্রিফিং, কখনও সাংবাদিক সম্মেলন ডেকে, কখনও  টুইটারে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি। বাংলার রাজ্যপাল যা করছেন দেশের কোনও রাজ্যপাল তা করেননি।’

দেখুন চিঠি!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*