বর্ষশেষে কনকনে ঠান্ডার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। জাঁকিয়ে শীতের পরিস্থিতিতেই বর্ষবরণ হবে এবছর। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। ছয় জেলায় আজ থেকেই শৈত্যপ্রবাহের পরিস্থিতি হবে। পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে শুক্রবার পর্যন্ত। রাজ্যের সব জেলাতেই আগামী ৪৮ ঘণ্টায় ২ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রার পারদ।
কলকাতায় বুধবার সকালে সামান্য কুয়াশা ছিল। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নিচে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৯ শতাংশ।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহে রাজ্যের সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকবে। উত্তর-পশ্চিম দিক থেকে শীতল কনকনে বাতাস ঢুকছে রাজ্যে। এর ফলে পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।
Be the first to comment