শান্তিনিকেতনের আদিবাসী গ্রাম পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে গ্রামের মহিলাদের জন্য শৌচাগার নির্মাণের নির্দেশ দেন তিনি । দু’দিনের বোলপুর সফর শেষে বুধবার কলকাতা ফিরছেন মুখ্যমন্ত্রী। তার আগে শান্তিনিকেতনের সোনাঝুরি সংলগ্ন বল্লভপুর ডাঙা আদিবাসী গ্রামে যান মুখ্যমন্ত্রী। সেখানে আদিবাসী মহিলাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে মহিলাদের জন্য ১৩০টি শৌচাগার নির্মাণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
দু’দিনের বোলপুর সফর শেষে আজ কলকাতা ফিরছেন মুখ্যমন্ত্রী। তার আগে শান্তিনিকেতনের সোনাঝুরি সংলগ্ন বল্লভপুর ডাঙা আদিবাসী গ্রামে যান । সেখানে আদিবাসী মহিলাদের সঙ্গে কথা বলেন।
Be the first to comment