৭৭ বছর আগে এই দিনে প্রথম পোর্ট ব্লেয়ারে উড়েছিল তেরঙ্গা পতাকা, টুইটারে নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য মমতার

Spread the love

১৯৪৩ সালের আজকের দিনেই পোর্ট ব্লেয়ারে তেরঙ্গা পতাকা উড়িয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই ঐতিহাসিক ঘটনার ৭৭ বছর পূর্তি উপলক্ষে টুইটারে নেতাজি সুভাষচন্দ্রের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমাদের দেশের মহান পুত্র নেতাজি সুভাষচন্দ্র বসু। যিনি তাঁর নেতৃত্বের মধ্যে দিয়ে আমাদের অনবরত অনুপ্রেরণা দিয়ে চলেছেন।

উল্লেখ্য, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ শুরুতে ছিল ওলন্দাজদের শাসনাধীনে। পরে তা ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দখল নেয় জাপানের সামরিক বাহিনী। ১৯৪২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত এখানে রাজ করেছে জাপানি সেনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিদের মিত্রশক্তি ছিলেন সুভাষচন্দ্র বসু।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*