সৌরভের বাড়িতে গেলেন অশোক ভট্টাচার্য

Spread the love

সৌরভ গাঙ্গুলি এবং অশোক ভট্টাচার্য, দু’জনের মধ্যে বরাবরই ঘনিষ্ঠ সম্পর্ক। বুধবার দুপুরে কলকাতায় পা দিয়ে শিলিগুড়ির পৌর-প্রশাসক গিয়েছিলেন বেহালার মা মঙ্গল চণ্ডী ভবনে। মধ্যাহ্নভোজন সারেন গাঙ্গুলি পরিবারের সঙ্গে। সেই গল্পে স্বাভাবিকভাবে উঠে এসেছে সৌরভের রাজনীতিতে পা দেওয়ার জল্পনা।

অশোক ভট্টাচার্য নিজেও বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন। প্রশ্ন এবং উত্তরের নিরিখে অশোক ভট্টাচার্য তাঁর প্রিয় ক্রিকেটার সৌরভকে রাজনীতির আঙিনায় পা না দেওয়ার পরামর্শ দেন। প্রবীণ বামপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব মনে করেন, ক্রিকেট সৌরভকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। অতএব রাজনীতি থেকে দূরে থাকাই শ্রেয়।

তবে সৌরভ নিজে অশোক ভট্টাচার্যকে আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছেন। শুধু সৌরভ নন, তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলির সঙ্গেও গল্প করেছেন অশোক ভট্টাচার্য। রাজনীতির আঙিনায় পা দিলে ক্রিকেট খেলে অর্জিত জনপ্রিয়তা বিরাট ধাক্কা খেতে পারে, সেটা ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্টকে বুঝিয়েছেন অশোক ভট্টাচার্য। দেশের মানুষও তাই চান বলে বিশ্বাস করেন তিনি।

সৌরভ নিজে শিলিগুড়ির ক্রিকেট নিয়ে কথা বলেছেন অশোক ভট্টাচার্যের সঙ্গে। সবরকম সহযোগিতার আশ্বাস করার কথাও বলেছেন। পুরো বিষয়টি সরজমিনে দেখতে শিলিগুড়িতে আসার কথা অশোক ভট্টাচার্যকে দিয়েছেন সৌরভ। সেই সময় বাড়িতে গিয়ে অশোক ভট্টাচার্যের স্ত্রীর সঙ্গে দেখার কথাও জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*