তৃণমূল নেতার বাড়িতে হানা দিল সিবিআই। গরু পাচারকাণ্ডের তদন্তে কলকাতায় যুব তৃণমূল নেতার ২টি বাড়িতে তল্লাশি অভিযান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। সূত্রের খবর, তৃণমূল যুব নেতা বিনয় মিশ্রের ২টি আস্তানায় হানা দিয়েছেন তদন্তকারীরা। আদালত থেকে সার্চ ওয়ারেন্ট মেলার পরই এদিন সকালে লেকটাউন ও রাসবিহারীতে হানা দেন কমপক্ষে সিবিআই-এর ১০ জন আধিকারিক।
সূত্রের খবর, তৃণমূল যুব কংগের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রের বিরুদ্ধে সিবিআই লুকআউট নোটিসও জারি করেছে। তদন্তে একাধিকবার তাঁর নাম উঠে এসেছে বলে খবর। সমস্ত বিমানবন্দরে বিনয় মিশ্র সম্পর্কে জানানো হয়েছে। তিনি পলাতক বলে জানা যাচ্ছে।
অন্য়দিকে, এ ঘটনায় টুইট করেছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।
উল্লেখ্য়, এই মামলায় এই প্রথম কোনও তৃণমূল নেতার নাম সরাসরি উঠে এল। গত সেপ্টেম্বরে এ মামলায় বিএসএফ-এর প্রাক্তন আধিকারিক সতীশ কুমার ও আরও ৪ জনের নামে মামলা দায়ের করেছিল সিবিআই। গত ১৭ নভেম্বর গ্রেফতার করা হয় সতীশ কুমারকে।
Be the first to comment