নতুন বছরে সুখবর। অক্সফোর্ডের টিকা-কে ছাড়পত্র দিল ভারত। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) অক্সফোর্ড অ্যাসট্রোজেনেকা ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের ছাড়পত্র দেওয়ার ফলে খুব শীঘ্রই টিকাকরণের কাজ শুরু হবে। এই ভ্যাকসিনের স্থানীয় প্রস্তুতকারক সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ইতিমধ্যেই ৫ কোটি ভ্যাকসিন ডোজ তৈরি করেছে বলে সূত্র মারফত জানা গেছে।
টিকার বিতরণ সংক্রান্ত ইউনিয়ন হেল্থ সেক্রেটারির নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের বৈঠকও হয়েছে গতকাল। সূত্রের খবর, সেখানে সিদ্ধান্ত হয়ে ২ জানুয়ারি শনিবার দেশের সমস্ত রাজ্যে টিকা সংক্রান্ত ড্রাই রান বা মহড়ার কাজ চালানো হবে।
শনিবার দেশের সমস্ত রাজ্যে হলে তা হবে দ্বিতীয় বারের জন্য করোনা টিকার মহড়া। করোনা টিকা প্রদান সংক্রান্ত প্রথম মহড়া হয়েছে ২৮ এবং ২৯ ডিসেম্বর। অসম, অন্ধ্রপ্রদেশ, পঞ্জাব এবং গুজরাতে হয়েছিল সেই মহড়ার কাজ। শনিবারের মহড়ার কাজের জন্য ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে ৯৬ হাজার জন টিকাপ্রদানকারীকে।
Be the first to comment