এবার বিনামূল্যে পাওয়া যাবে করোনা ভ্যাকসিন। এমনই আশার কথা শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। শনিবার তিনি জানিয়েছেন দেশবাসীকে করোনা ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে। শুধু দিল্লিতে নয়, গোটা দেশ জুড়েই এই ভ্যাকসিন বিনামূল্যে পাওয়া যাবে।
শনিবার এক সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, সাধারণ মানুষের কথা ভেবেই এই সিদ্ধান্ত।
এদিকে, ইতিমধ্যেই টিকাকরণ নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা সাজিয় ফেলেছে স্বাস্থ্যমন্ত্রক। দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি আজ টিকাকরণের ড্রাই রান চলছে পশ্চিমবঙ্গেও। বাংলার তিনটি স্বাস্থ্যকেন্দ্রে ২৫ জন করে স্বেচ্ছাসেবকের উপর টিকার ড্রাই রান হয়।
প্রসঙ্গত, শুক্রবার দিল্লিতে একটি হাসপাতালে ড্রাই রান কর্মসূচি দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। সেখানে ভ্যাকসিন সম্পর্কে প্রশ্ন করা হয় তাঁকে। এদিকে, করোনার নয়া স্ট্রেন নিয়ে উদ্বেগ সর্বত্র। করোনার নয়া এই ধরন আরও বেশি মারাত্মক বলে দাবি করছেন কেউ-কেউ। ইতিমধ্যেই কলকাতাতেও মিলেছে করেনাার নয়া স্ট্রেনের হদিশ। এক যুবকের শরীরে মিলেছে করোনার নয়া স্ট্রেন। লন্ডন থেকে ফিরেছিলেন ওই যুবক। কলকাতায় নামার পরেই তাঁর শরীরে করেনাার নয়া এই ধরনের হদিশ মেলে।
করোনার নয়া স্ট্রেনের মোকাবিলাতেও প্রস্তুত বেলেঘাটা আইডি হাসপাতাল। ইতিমধ্যেই করোনার নতুন এই ধরনের চিকিৎসার জন্য বিশেষ একটি ওয়ার্ডের ব্যবস্থা হয়েছে। সেখানে ৫০টি আলাদা বেডের ব্যবস্থা করে ফেলা হয়েছে। গোটা রাজ্যেই বিশেষ করে সংক্রামক ব্যধির চিকিৎসায় বেলেঘাটা আইডি হাসপাতালের জুড়ি মেলা ভার।
Be the first to comment