সকালে জিম করতে গিয়ে বুকে ব্যথা অনুভব করেন সৌরভ গাঙ্গুলি। ব্ল্যাক আউটও হয়ে যায়। তারপরই তাঁকে হসপিটালে ভর্তি করা হয়। তাঁর মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে বলে পরে জানা যায়। হাসপাতাল সূত্রে এবং তাঁর দাদা স্নেহাশিস গাঙ্গুলির কাছ থেকে জানা যায় যে, উডল্যান্ডস হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন সৌরভ। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে অমিত শাহ থেকে মুখ্যমন্ত্রী সকলেই খোঁজখবর নিয়েছিলেন। উডল্যান্ডস হাসপাতালে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে সৌরভকে দেখতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন, ডাক্তারদের সঙ্গে কথা বলেন। কথা হয় পরিবারের সদস্যদের সঙ্গেও। এর আগে রাজ্যপাল জগদীপ ধনকড়কে সৌরভকে দেখতে আসেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। এসেছিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীও। এভাবে রাজনীতি থেকে ক্রীড়া বলা যায় আপামর বাঙালি তথা দেশবাসীর এখন একটাই কামনা তাড়াতাড়ি ভালো উঠুন ‘দাদা’। দ্রুত ফিরে আসুন কাজে।
Be the first to comment