বাংলায় একটাও শিল্প হবে না, চপশিল্পও হবে না; আক্রমণ শুভেন্দুর

Spread the love

আজ মহিষাদলের জনসভা থেকে আবার তৃণমূলকে বিঁধলেন শুভেন্দু অধিকারী। আজ তিনি বলেন, ‘আমি বিজেপি গিয়েছে কেন? আমি চাই কলকাতা ও দিল্লিতে একই দলের সরকার থাকুক। একই দলের সরকার ছাড়া শিল্প আসবে না, বেকার সমস্যার সমাধান হবে না। আমাদের রাজ্যের উন্নয়ন হবে না। ভোট এলেই বলে শঙ্করপুরে বন্দর হবে। হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিল। যা জমিনীতি, একটাও শিল্প হবে না। চপশিল্পও হবে না।’  তৃণমূলকে ‘আমফানের টাকা চোর’ বলে কটাক্ষ করে ‘ভোটের সময়ে তালিকা প্রকাশ’ করার হুঁশিয়ারিও দেন শুভেন্দু।

তিনি আরোও বলেন, ‘ফোন ট্যাপ করছে ভাইপোর পুলিশ।’ তিনি আরোও বলেন ‘এই অত্যাচার চলবে না। আদর্শ নির্বাচন বিধি চালু হতে দিন।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*