প্রতি বছর সাধারণত ১০ থেকে ১৭ নভেম্বর হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তবে করোনা আবহে তা পিছিয়ে গেলেও এবার হতে চলেছে চলচ্চিত্র উৎসব। এবছর ৮ থেকে ১৫ জানুয়ারি হবে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এবারে ২৬তম বছর এই উৎসবের।
তবে এবারে আছে কিছু নতুন নিয়মবিধি। এবারের স্লোগান হল ‘দ্য শো মাস্ট গো অন’। কিন্তু অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে। নতুন বছরের দ্বিতীয় দিনে শিশির মঞ্চে সাংবাদিক সম্মেলন করে উৎসব কর্তারা বললেন, উৎসব হবেই, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে। মাস্ক পড়া, স্যানিটাইজার সঙ্গে নিয়ে আসা এবং দূরত্ববিধি সংক্রান্ত নিয়ম মানা। এভাবেই অংশগ্রহণ করতে হবে উৎসবে।
যদিও এবারে করোনার জন্য উদ্বোধনী অনুষ্ঠান ইনডোরে হচ্ছে না। ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও উৎসব কর্তৃপক্ষ ৮ জানুয়ারি ২০২১ নবান্ন সভাঘরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন।
৪৫ টি দেশের ১৩১টি সিনেমা দেখানো হবে এবারের উৎসবে। এবার কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি ‘অপুর সংসার’। পুরো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব জুড়েই এবার রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
Be the first to comment