সোমবার সৌরভ গাঙ্গুলির চিকিৎসা পরামর্শের জন্য কলকাতায় আসছেন সনামধন্য কার্ডিয়াক সার্জন দেবী শেঠি। তাঁর তত্ত্বাবধানে সোমবার আলোচনায় বসবে মেডিকেল বোর্ড। সৌরভের চিকিৎসার জন্য ৫ জন ডাক্তারকে নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
সরোজ মন্ডল, আফতাব খান, ভবতোষ বিশ্বাস, এসবি রয়, শৌতিক পান্ডার মতো ডাক্তাররা রয়েছেন সেই দলে। তবে সৌরভের বাইপাস সার্জারি নিয়ে কিছু জানান নি ডাক্তাররা। চিকিৎসকদের বক্তব্য সময়ে হাসপাতালে পৌছেছিলেন সৌরভ। তাই বড়সড় বিপদ এড়ানো যায়।
রবিবার মেডিকেল বুলেটিনে ডাক্তার সপ্তর্ষি বসু জানিয়েছেন সৌরভের পুরোপুরি সুস্থ হতে দুই তিন সপ্তাহ লাগতে পারে। সৌরভের বাইপাস সার্জারির হয়তো প্রয়োজন হবে না। তবে চিকিৎসার পরবর্তী ধাপ কি হবে তা নির্ভর করছে ডাক্তার দেবী শেঠির পরামর্শের উপর।
Be the first to comment