সৌরভ তাঁর কাছে ছোট ভাইয়ের মতো। স্বাভাবিক ভাবেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসুস্থতার খবরে উদ্বিগ্ন অশোক গঙ্গোপাধ্যায়। কিন্তু রবিবার উষ্মা ঝড়লো তাঁর গলায়। কারও নাম না করেই বললেন, অহেতুক ওঁর ওপর যেন কেউ চাপ না দেয়। এদিন প্রিয় মহারাজকে দেখতে উডল্যান্ডসে আসেন শিলিগুড়ির পুর প্রশাসক অশোক ভট্টাচার্য। মহারাজকে দেখে বেরিয়ে তিনি পরিষ্কার বলেন, আমি চাই না ও রাজনীতিতে আসুক। ওঁর জনপ্রিয়তা খেলার জন্য ও খেলার মাথেই থাক। আমি চাই সেই জনপ্রিয়তাই বজায় থাক।
এদিন অশোকবাবুর কথা থেকে পরিষ্কার তিনি মনে করছেন, সৌরভকে রাজনীতিতে আনার জন্য মুখিয়ে রয়েছেন অনেকেই। আর সৌরভের শুভাকাঙ্খী হিসেবে তিনি কোনও মতেই চান না তা বাস্তবায়িত হোক।
Be the first to comment