ফেব্রুয়ারিতে ব্রিগেডে যৌথ সমাবেশ করতে চলেছে বাম-কংগ্রেস

Spread the love

দু’দলের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে অনুমোদন পাওয়ার পর এবার মাঠে নেমে গা ঘামাতে চলেছে বাম-কংগ্রেস। সূত্রের খবর, ফেব্রুয়ারিতে ব্রিগেডে (Brigade Parade Ground) যৌথ সমাবেশ করতে পারে দুই দল৷ ওই সমাবেশে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানানো হবে ৷

রবিবার ছিল ‘গণশক্তি’র ৫৪ তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে এদিন কলকাতায় এসেছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷ সেখানে দুই দলের যৌথ কর্মসূচি, আসন বণ্টন-সহ একাধিক বিষয় নিয়ে প্রাথমিকভাবে আলোচনা সারলেন কংগ্রেস সাংসদ প্রদীপ বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

আগামী ফেব্রুয়ারিতে ব্রিগেডে সমাবেশের পরিকল্পনা আগেই ছিল বামেদের তরফে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কংগ্রেসের সঙ্গে যৌথভাবেই ওই সমাবেশে করবে বামেরা। সম্ভবত ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যৌথ সমাবেশ করে জোট কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন বিমান বসু, অধীর চৌধুরীরা।

সূত্রের খবর, সিপিএম নেতারা ব্রিগেডে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানাবেন। উল্লেখ্য, আসন সমঝোতা করে ২০১৬ সালে লড়াই হলেও বাম ও কংগ্রেসের এমন যৌথ ব্রিগেড সমাবেশ আগে হয়নি।

নতুন বছরে সিপিএমের রাজ্য কমিটির বৈঠক রয়েছে ৩ ও ৪ জানুয়ারি। সেখানে এই প্রসঙ্গে বিশদে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রের খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*