শেষ ম্যাচ জিতে টি-২০ সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ভারত

Spread the love

রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ দখল করল ভারত। তৃতীয় তথা শেষ ম্যাচ জিতে টি-২০ সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ভারত।
ভারত আজ টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিলো। শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করেছে। আজ ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে ভালো বল করেছেন জয়দেব উনাদকট। ৪ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেটে নিয়েছেন। অন্য এক বোলার সিরাজ ১টি উইকেটে নিয়েছে কিন্তু ৪ ওভারে ৪৫ রান দিয়েছেন। সিরাজের ওপরেই বেশি নির্দয় ছিল শ্রীলঙ্কার ব্যাটসম্যানেরা। অভিষেক ম্যাচ খেলতে নামা সুন্দর ৪ ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট নিয়েছে। শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বেশি ৩৬ রান করেছেন গুণরত্নে।
জবাবে, ৪ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় দল। শুরুতেই আউট হন লোকেশ রাহুল (৪)। এদিন রোহিত শর্মা ২০ বলে ২৭ রান করেন। রোহিত আউট হওয়ার পর ভারতের ইনিংস টানতে থাকেন মণীশ পাণ্ডে (৩২) ও শ্রেয়স আয়ার (৩০)। এরপর দ্রুত রান তোলার তাগিদে বেশ কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। অবশেষে ধোনি (অপরাজিত ১৬) ও দীনেশ কার্তিক (অপরাজিত ১৮) মিলে ভারতকে জেতান।
আজকের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হন বাঁহাতি পেসার জয়দেব উনাদকট। উনি ম্যান অব দ্য সিরিজও হন। ২০১০ সালে একটি টেস্ট খেলার পর তিনি ব্রাত্যই থেকেছিলেন ভারতীয় দলে। এই সিরিজে ভারতের প্রধান বোলাররা বিশ্রাম নেওয়ায় নির্বাচকরা ওনাকে এই সিরিজের সুযোগ দিয়েছিলেন। উনি নির্বাচকদের তাঁর প্রতি আস্থার মর্যাদা রেখেছেন।

ছবিঃ সূত্র থেকে নেওয়া

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*