দেশের সেবা করবেন সৌরভঃ অনুরাগ ঠাকুর

Spread the love

তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। ২২ গজে যতটা সফল, ততটাই সফল্যের স্বাক্ষর রাখছেন ক্রিকেট প্রশাসনেও। আগামিদিনে বিভিন্ন ক্ষেত্রে দেশের সেবা করবেন মহারাজ। সোমবার উডল্যান্ডস হাসপাতালে দাঁড়িয়ে এমনটাই শুনিয়ে গেলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। অনুরাগের সঙ্গে সৌরভের ‘সখ্য’ ক্রীড়ামহলে সর্বজনবিদিত।

ফলে তাঁর এদিনের মন্তব্য ঘিরে ইতিমধ্যেই নতুন করে শুরু হয়েছে জল্পনা। এই জল্পনায় ঘৃতাহুতির দিয়েছে বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য। সোমবার দিলীপ বলেন, সৌরভ দ্রুত সুস্থ হয়ে উঠুন। ভাল প্রশাসক হয়ে উঠুন। সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কেন বারাবার বিজেপি নেতা-মন্ত্রীর মুখে ‘প্রশাসক’ শব্দটি উঠে আসছে তা নিয়েই তুঙ্গে উঠেছে জল্পনা।

এদিন নিজমুখেই অনুরাগ জানিয়েছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর কুড়ি বছরের বেশি সময়ের পরিচিতি। শুধু ‘খেলার ময়দানেই নয় আমি ওকে ব্যক্তিগতভাবেও চিনি’, দাবি প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্টের। এরপরই কেন্দ্রের এই শীর্ষস্থানীয় মন্ত্রীর পর্যবেক্ষণ, জীবনে বহু চড়াই উতরাই দেখলেও সৌরভ কোনওদিন হারেননি। এবারও ও রোগকে হারিয়ে সুস্থ হয়ে উঠবেন। দেশের সেবা করবেন। কিন্তু ঠিক কী রকম দেশসেবা সৌরভের কাছ থেকে আশা করছেন মোদী মন্ত্রিসভার এই সদস্য? অনুরাগের জবাব, ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিসিসিআই ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলে ওঁর ভূমিকা তাৎপর্যপূর্ণ। সৌরভকে প্রথমে খেলার মাঠে, এখন বিসিসিআইয়ে এবং আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে দেশের সেবা করার আছে। উনি তা করবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*