করোনাকালে এবার পরিস্থিতি আলাদা। তাই পুণ্যস্নান হলেও পুণ্যার্থীদের মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। এই সঙ্কটকালে কিভাবে মেলা হবে তা নিয়ে সোমবার নবান্নে প্রশাসনিক কর্তাদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
যেখানে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, প্রত্যেক পুণ্যার্থীর মাস্ক পরা বাধ্যতামূলক। মাস্ক না থাকলে তা দেবে পুলিশ। গঙ্গাসাগরে পৌঁছাতে ১৩টি এন্ট্রি পয়েন্টের প্রতিটিতে থাকবে করোনা পরীক্ষার ব্যবস্থা। বাবুঘাটেও করোনা পরীক্ষা করা হবে। গঙ্গাসাগর হাসপাতালে করোনার জন্য ৬০০ বেড বরাদ্দ করা হচ্ছে। থাকবে ৮টি সেফ হোম ও ১১টি কোয়ারেন্টিন সেন্টার। চলবে সচেতনতামূলক প্রচার।
Be the first to comment