আজই মন্ত্রীত্ব এবং দলের সভাপতি পদ থেকে ইস্তফা দেন লক্ষ্মীরতন শুক্লা। এ বিষয়ে তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া জানান ‘আমার আর লক্ষ্মীর বিধানসভা কেন্দ্র পাশাপাশি। দলে কিছু নেতিবাচক মানসিকতার লোকজন আছে। তারা ক্রমাগত বিরক্ত করে যাচ্ছেন। কাজ করতে দেন না, কাজ করতে গেলে জ্বালাতন করেন, অকারণে বিধায়কদের খাটো করতে চান, দলের বিধায়কককেই ছোট করতে চান।
তিনি আরোও বলেন, ‘অন্য দলের কেউ কোনওদিন আমাদের অপমান করেননি। আমাদের অপমান করেছেন প্রাক্তন কাউন্সিলর, ব্লক সভাপতিরা। কাল থেকেই হয়তো লক্ষ্মীকে বেইমান বলা শুরু হবে। আমার প্রশ্ন, যারা উইপোকার মতো কুরে কুরে দলটাকে নষ্ট করে দিচ্ছে, তারা বেইমান নয়? যাঁরা পুরনো কর্মীদের কাজ করতে দিচ্ছেন না, নতুন যোগ দেওয়া বা সক্রিয় কর্মীদের কাজ করতে দিচ্ছেন না, তাঁরা তো আরও বেশি বেইমান। শুধু আমি বা লক্ষ্মী না, আমরা সবাই বাধাপ্রাপ্ত। আমাদের কোনও সময়েই কাজ করতে দেওয়া হয় না। আমরা সবসময়ই বাধা পাই।’
Be the first to comment