১৮ জানুয়ারি নন্দীগ্ৰামে সভা মমতার

Spread the love

শুভেন্দু অধিকারী দল ছাড়ার পর এই প্রথম নন্দীগ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ১৮ জানুয়ারি নন্দীগ্রামের তেখালিতে সভা করার কথা রয়েছে তাঁর৷

গত ৭ জানুয়ারি নন্দীগ্রামে সভা করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগদানের পর মমতার সেই নন্দীগ্রাম সফর ঘিরে রাজনৈতিক মহলে তুমুল আগ্রহ তৈরি হয়েছিল৷ কিন্তু তৃণমূলের তরফে জানানো হয়, সভার মূল সংগঠক এবং রামনগরের বিধায়ক অখিল গিরি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সেই সভা স্থগিত রাখা হয়৷ শুভেন্দু অধিকারীও জানিয়ে রেখেছেন, তৃণমূলনেত্রী নন্দীগ্রামে গিয়ে সভা করলেই তার পরে সেখানে সভা করে পাল্টা জবাব দেবেন তিনি৷ এদিকে, ১৮ তারিখ জনসভা থেকে কী বার্তা দেন মুখ্যমন্ত্রী, এখন সেদিকে নজর রাজনৈতিক মহলের।

তবে শুধু নন্দীগ্রাম নয়, জানুয়ারি মাসে আরও দুই জেলা সফরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর৷ সেই তালিকায় রয়েছে নদিয়া এবং পুরুলিয়া৷ নদিয়ার রানাঘাটে প্রশাসনিক সভা করারও কথা রয়েছে তাঁর৷ প্রসঙ্গত, পুরুলিয়াতেও শুভেন্দু অধিকারীর যথেষ্ট প্রভাব রয়েছে৷
১৮ জানুয়ারি নন্দীগ্রামে জনসভা মমতার

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*