বিগত দিনে কেউ আসেনি, আগামী দিনেও আসবেনা, ভোটের কারনেই তাঁরা আসছেন। কিন্তু আমি চিরকালই আসব; শুভেন্দু

Spread the love

২০০৭ সালের আজকের দিন, অর্থাৎ ৭ জানুয়ারি ভোর রাতে জমি রক্ষার আন্দোলনে যোগ দিয়ে মৃত্যু হয়েছিল তিন নন্দীগ্রামবাসী ভরত, সেলিম ও বিশ্বজিৎ এর। তাঁদেরই স্মরণে প্রতি বছরই ভোরবেলায় ভাঙাবেড়িয়ায় শহিদ বেদিতে মালা আর ফুল দেন শুভেন্দু অধিকারী। এবারও তার অন্যথা হল না। এলেন সময়ের আগে।

মাঝরাতে নন্দীগ্রামে হাজির হন শুভেন্দু অধিকারী।  ৭ তারিখ ভোরের আলো ফোটার আগে শহিদ স্মরণের অনুষ্ঠান সেরে ফেললেন তিনি। ভাঙাবেড়িয়ায় শহিদ বেদিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন তিনি।

সেখানে শুভেন্দু বললেন, “অনেকেই প্রচার করেছিলেন আমি নাকি নন্দীগ্রামের শহিদ বেদিতে মালা দিতে আজকে আসতে পারবো না। শহিদদের শ্রদ্ধা জানাতে সাত জানুয়ারি আগেও এসেছি, আজও এলাম। অন্য কেউ কেউ বিগত দিনে আসেনি, আগামী দিনেও আসবে না, বিধানসভা ভোটের কারনেই তাঁরা এবার আসছেন। কিন্তু আমি চিরকালই আসব।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*