সবার আগে মানুষের জীবন, তারপর বিশ্বাসের স্থান। বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলা নিয়ে শুনানিতে একথাই স্পষ্ট করে জানালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণণ। বৃহস্পতিবার বেলা দু’টোয় ফের এই মামলার শুনানি হবে।
করোনাকালে গঙ্গাসাগর মেলার আয়োজন কতটা যুক্তিযুক্ত তা নিয়ে হাইকোর্টে মামলা হয়। সেই মামলার শুনানিতে এদিন গঙ্গাসাগর মেলা নিয়ে উদ্বেগের সুর প্রধান বিচারপতির গলাতেও। এদিন শুনানির প্রথম পর্বে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, আগে মানুষের জীবন, তারপর বিশ্বাস। অনেকে একসঙ্গে স্নানে নামলে বিপদের আশঙ্কা রয়েছে। নাক ও মুখ থেকে ড্রপলেট জলে মিশতে সময় লাগবে না। তা থেকে একসঙ্গে একটা বড় অংশের মানুষের সংক্রমিত হয়ে পড়ার আশঙ্কা প্রবল।
করোনা পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলার আয়োজন কতটা যুক্তিযুক্ত তা নিয়ে এবার বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। বেলা দু’টোর মধ্যে চিকিৎসকদের এব্যাপারে মতামত জানাতে বলেছেন প্রধান বিচারপতি।
চিকিৎসকদের মতামত শোনার পরেই এই মামলা নিয়ে বেলা দু’টোয় ফের শুনানি শুরু হবে। এদিন গঙ্গাসাগার মেলা নিয়ে শুনানিতে প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণণ আরও বলেন, মেলা চত্বরে পুলিশি ব্যবস্থা নিয়ে আমাদের চিন্তা নেই।
কিন্তু এত মানুষ একসঙ্গে স্নানে নামলে তাঁদের মুখ ও নাক থেকে ড্রপলেট জলে ছিটকে জলে মিশবে। বহু মানুষের একসঙ্গে সংক্রমিত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আদালতে আসার পথেও দেখলাম অনেক পুন্যার্থী মাস্ক পরেননি। এটাতো তাঁদের বিপদই শুধু ডেকে আনবে এমন নয়, তাঁদের থেকে অন্যদেরও সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
Be the first to comment