মার্কিন কংগ্রেসে সংঘর্ষের জেরে মৃত বেড়ে ৪, ওয়াশিংটনে জারি কার্ফু

Spread the love

মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস ক্যাপিটলে সংঘর্ষের ঘটনায় মৃত্যু বেড়ে ৪। এই ঘটনার পরই তড়িঘড়ি কার্ফু জারি করা হয়েছে সমগ্র ওয়াশিংটন ডিসিতে। ওয়াশিংটন পুলিস জানিয়েছে, ক্যাপিটল হামলার ঘটনায় ৪ জন প্রাণ হারিয়েছেন। ক্যাপিটল ভবনের মধ্যেই পুলিসের গুলিতে প্রাণ হারিয়েছেন এক মহিলা। মার্কিন সংবাদ মাধ্যমে জানিয়েছেন ওই মহিলা প্রাক্তন বিমানবাহিনীর কর্মকর্তা। তাঁর নাম অ্যাশলি ব্যাবিট।

ইতিমধ্যেই ওয়াশিংটন ডিসির পুলিস ৫২ জনকে গ্রেফতার করেছে। নির্বাচনে ভরাডুবি হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের। রেকর্ড ভোটে জন ছিনিয়ে নিয়েছিলেন জো বাইডেন। তারপর থেকেই ক্রমাগত ট্রাম্প ভোটে জালিয়াতির অভিযোগ তুলেছেন। একের পর এক টুইট করে আমেরিকাবাসীদের নির্বাচনের ফল বদলে দেওয়ার আর্জি জানিয়েছিলেন।

বুধবার জো বাইডেনের জয়কে মান্যতা দেওয়ার অধিবেশন হচ্ছিল মার্কিন কংগ্রেসে। তখনই শতাধিক উগ্র ট্রাম্প সমর্থকরা হামলা করেন মার্কিন কংগ্রেসে। ক্যাপিটল ভবনে সংঘর্ষের আবহে বন্ধ রাখা হয় অধিবেশন। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ফের শুরু হয় অধিবেশন।

ক্যাপিটল ভবনে এহেন হামলার পর সারা বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। তারপর থেকে একে একে ট্রাম্পের সঙ্গ ছাড়ছেন অনেক হোয়াইট হাউসের আধিকারিকরাই। পদত্যাগ করেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়ার চিফ অব স্টাফ স্টেফানি গ্রিসহাম। ঘটনার কড়া নিন্দা করেছেন হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি সারাহ ম্যাথিউস ও রিপাবলিকান কেলি লয়েফলার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জানিয়েছেন, ওয়াশিংটন ডিসির এই হামলা, হিংসা অত্যন্ত উদ্বেগের। শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হওয়া উচিৎ। গণতান্ত্রিক পদ্ধতিকে এভাবে আটকানো যায় না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*