কয়লা-কাণ্ডে ফের বিনয় মিশ্রকে নোটিস সিবিআইয়ের

Spread the love

কয়লাকাণ্ডে বিনয় মিশ্রকে দ্বিতীয় নোটিস পাঠাল সিবিআই। এর আগে গত ৪ জানুয়ারি প্রথমবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরার জন্য নোটিস পাঠানো হয় তাঁকে। কিন্তু বিনয় অসুস্থতার কারণ দেখিয়ে তা এড়িয়ে গিয়েছিলেন। বৃহস্পতিবার ফের তাকে ডেকে পাঠানো হল। সিবিআই সূত্রে খবর, এই তলব এড়িয়ে গেলে আবারও তাঁর ডাক পড়বে। অন্যদিকে কয়লাকাণ্ডে টলিউড যোগের অভিযোগ উঠল। বালিগঞ্জ কোর্ট ও আরও একটি সিনেমায় গণেশ বাগাড়িয়ার বিনিয়োগ রয়েছে বলে সূত্রের খবর। যদিও দ্বিতীয় ছবিটি এখনও মুক্তি পায়নি।

সেপ্টেম্বর মাসে গরুপাচার কাণ্ডে এনামূল হকের বাড়িতে তল্লাশির পরেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন বিনয়। গত ৩১ ডিসেম্বর রীতিমত সার্চ ওয়ারেন্ট হাতে নিয়ে তাঁর রাসবিহারী অ্যাভিনিউয়ের ১ নম্বর ধর্মদাস রো’র বাড়িতে হানা দেন সিবিআই কর্তারা। সিআরপিএফ নিয়ে সাত ঘণ্টা ধরে চলে তল্লাশি। তিনটি ল্যাপটপ, মোবাইল ও প্রচুর নথি বাজেয়াপ্ত করা হয়। বেশ কয়েকজন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে বিনয়ের ওঠাবসা বলেও সিবিআইয়ের হাতে তথ্য আসে।

তাঁর সঙ্গে মুখোমুখি কথা বলতে চান তদন্তকারীরা। কারণ, সিবিআই জানতে পেরেছে কয়লা পাচার চক্রের মূল চক্রী অনুপ মাজি ওরফে লালার সঙ্গে প্রভাবশালীদের যোগাযোগটা এই বিনয় মারফতই হয়। বিনয়ই লালার থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তা বিভিন্ন ব্যক্তিত্বকে দিতেন বলে সিবিআই সূত্রে খবর। বিনয় এই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম। তাঁকে জেরা করে হয়তো বেশ কয়েকজন প্রভাবশালীর হদিশও পেতে পারেন তদন্তকারীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*