সাংগঠনিক বৈঠকে প্রকাশ্যে অন্তর্দ্বন্দ্ব, জলপাইগুড়ির নেতৃত্বকে একসঙ্গে চলার বার্তা অভিষেকের

Spread the love

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে গতকাল চালসায় সাংগঠনিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন জলপাইগুড়ি জেলা কমিটির সদস্যরা। আর সেই বৈঠকের মাঝেই তাল কাটে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, গৌতম দেবের সামনেই দলের বর্তমান জেলা সভাপতি কিষাণকুমার কল্যাণীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অনেকেই।

দীর্ঘ ১৭ বছর ধরে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ছিলেন মোহন বোস। জেলা তৃণমূলের অন্দরমহলে কান পাতলেই শোনা যায় তাঁর সঙ্গে কিষাণকুমার কল্যাণীর তিক্ত সম্পর্কের কথা। বৃহস্পতিবার সাংগঠনিক বৈঠকে সেই একই ছবি আরও একবার প্রকাশ্যে এলো। বৈঠক থেকে বেরিয়ে মোহন বোস বলেন, আমি জেলা সভাপতির সঙ্গে কাজ করব না বলে দিয়েছি। রাজ্য আমাকে যেভাবে কাজ করতে বলবে সেই ভাবেই কাজ করব। জেলা সভাপতি কিষাণ কল্যাণীর নেতৃত্বে কাজ করতে পারব না।

তিনি আরও বলেন, আমাকে বলা হয়েছে শহরটাকে দেখার জন্য। আমি আমার মতো করে রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব। আইপ্যাকের সঙ্গে কথা বলে কাজ করতে বলা হয়েছে।

এদিকে জেলার সহ সভাপতি শশাঙ্ক রায় বসুনিয়াও বৈঠকে নিজের ক্ষোভ উগরে দেন বলে খবর । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরাসরি মুখ না খুললেও বলেন, আমি আমার সমস্যার কথা বলেছি । আমাকে আজ বৈঠকে ডাকা হয়নি সেটার জানানোর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় দুঃখপ্রকাশ করেছেন।

গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ির ৭টি বিধানসভার ব্লক সভাপতি, বিধায়ক-সহ তৃণমূল যুবর কমিটির সঙ্গেও আলাদাভাবে বৈঠক করেন । জলপাইগুড়ি জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী মহুয়া গোপ বলেন, সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে চলার বার্তা দিয়েছেন। একইসঙ্গে সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলিকে মানুষের কাছে নিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*