চাকরির দাবিতে নবান্ন অভিযান, পুলিশের বাধা পেয়ে মেয়ো রোডে অবস্থান যুবকদের

Spread the love

এবার সরাসরি চাকরিতে নিয়োগের দাবি ৷ ভাতা নয় চাকরি চাই। এই দাবিতে আজ নবান্ন অভিযানের জন্য শামিল হন যুবশ্রী প্রকল্পের আওতাভুক্ত যুবকরা ।কলেজ স্কয়্যার থেকে মিছিল করে নবান্নের উদ্দেশ্যে রওনা হন তাঁরা। তবে মেয়ো রোড পর্যন্ত মিছিল যাওয়ার পর পুলিশ বাধা দেয় । বাধা পেয়ে সেখানে অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা।

যুবকদের সাহায্যের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘‘যুবশ্রী’’ প্রকল্প শুরু করেন ৷ সেখানে বেকার যুবকদের প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা করে ভাতা দিত সরকার ৷ রাজ্যের কয়েক লাখ যুবক এই প্রকল্পের আওতায় আসে ৷ প্রতি মাসে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে যেত ৷ তবে এবার আর ভাতার দাবিতে নয়, সরাসরি চাকরির দাবি করেন তাঁরা ৷ সেই দাবি নিয়েই আজ নবান্ন অভিযানের ডাক দেয় যুবশ্রী প্রকল্পের আওতাভুক্ত যুবকরা ৷

প্রসঙ্গত, ২৩ ডিসেম্বর কলকাতার সুবোধ মল্লিক স্কয়্যারে অবস্থান বিক্ষোভে বসেন যুবশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত বেকার যুবক-যুবতিরা। তখন পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল নবান্নে শ্রমমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে দেখা করে অবিলম্বে যুবশ্রী প্রকল্প থেকে বেকার যুবক-যুবতিদের নিয়োগের দাবি জানায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*