রাজ্যে আসছে করোনা ভ্যাকসিন, প্রস্তুত সেন্ট্রাল স্টোর

Spread the love

অবশেষে পশ্চিমবঙ্গে আসছে করোনা ভ্যাকসিন । তার জন্য প্রস্তুত রাখা হয়েছে রাজ্যের সেন্ট্রাল স্টোর । সূত্রের খবর, ইতিমধ্যেই ‘ হু ‘ এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকরা সেন্ট্রাল স্টোর পরিদর্শন করে গিয়েছেন।

জানা গিয়েছে, এই সেন্ট্রাল স্টোরে রয়েছে ওয়াকিং ফ্রিজার, যেখানে মাইনাস ২০ ডিগ্রিতে ভ্যাকসিন রাখার ব্যবস্থা রয়েছে। এছাড়া রয়েছে ওয়ার্কিং কুলার, যেখানে ২ থেকে ৮ ডিগ্রিতে ভ্যাকসিন রাখা হয়।

সূত্রের খবর, করোনা ভ্যাকসিন রাখা হবে ২ থেকে ৮ ডিগ্রিতে। অর্থাৎ ওয়ার্কিং কুলারে। আজ শুক্রবার যে কোনও সময় রাজ্যে আসতে পারে করোনা ভ্যাকসিন। কেন্দ্র থেকে বিশেষ বিমানে দমদম বিমানবন্দর, সেখান থেকে বিশেষ ব্যবস্থার মাধ্যমে গাড়িতে করে সেন্ট্রাল স্টোরে নিয়ে আসা হবে করোনা ভ্যাকসিন। তারপর এখান থেকে বিভিন্ন জেলায় পাঠানো হবে। এমনটাই সূত্রের খবর।

তবে শুধু করোনা ভ্যাকসিনই নয়। রাজ্যের এই সেন্ট্রাল স্টোরে রাখা হয় অন্যান্য ভ্যাকসিনও। ১৯৬৭ সাল থেকে চলছে এই স্টোর। করোনা ভ্যাকসিনের জন্য ২৪ ঘণ্টাই খোলা রাখা হচ্ছে সেন্ট্রাল স্টোর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*