প্রেক্ষাগৃহে ১০০% দর্শকের উপস্থিতিতে ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

Spread the love

কোভিড সংকটের মধ্যে কেন্দ্রীয় সরকারের সাফ নির্দেশ ৫০ শতাংশের বেশি দর্শককে প্রেক্ষেগৃহে ঢোকার অনুমতি দেওয়া যাবে না৷ কিন্তু কেন্দ্রের এই নির্দেশ পালন করতে গিয়ে সমস্যায় পড়েছেন সিনেমা হলের মালিকরা৷

এই সমস্যার কথা জানিয়ে তাঁরা মুখ্যমন্ত্রীর স্মরণাপন্নও হয়েছিলেন৷ এর পরেই শুক্রবার ২৬ তম কলকাতা আন্দর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমা হল নিয়ে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একেবারে ১০০ শতাংশ অসনে দর্শক প্রবেশের ছাড়পত্র দিলেন তিনি৷

প্রসঙ্গত, প্রেক্ষাগৃহ নিয়ে একই ভাবে ১০০ শতাংশ দর্শক প্রবেশের সিদ্ধান্ত নিয়েছিল তামিলনাড়ুর এআইএডিএমকে সরকার৷ কিন্তু সেই সিদ্ধান্ত অবিলম্বে বদল করার নির্দেশ দেয় কেন্দ্র৷ সাফ জানানো হয়, এই সিদ্ধান্ত কেন্দ্রের আনলক রুলকে লঙ্ঘন করছে৷

কেন্দ্রের নির্দেশিকা মেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ দর্শককেই প্রেক্ষাগৃহে ঢোকার অনুমতি দিতে হবে৷ এই বিষয়ে তামিলনাড়ু সরকারকে একটি চিঠিও পাঠান কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লা৷

কেন্দ্রের তরফে একটি বিবৃতিতে বলা হয়, ‘কোনও রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চল ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনের আওতায় ঘোষিত কেন্দ্রের নির্দেশিকা লঙ্ঘন করতে পারবে না৷ গত ২৮ ডিসেম্বর কেন্দ্রীয় সরকার যে নির্দেশিকা জারি করেছে তা মেনে চলতে হবে সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলকে৷

অথচ এদিন কেন্দ্রের নির্দেশিকা লঙ্ঘল করেই সিনেমা হলে ১০০ শতাংশ দর্শক উপস্থিতির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর নির্দেশ মেনে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷ ফলে আসন্ন বিধানসভা ভোটের আগে আরও একটি ইস্যুতে সম্মুখ সমরে নামতে চলেছে বিজেপি ও তৃণমূল৷

গত মাসে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই আরও তুঙ্গে যুযুধান দুই শিবিরের তরজা৷ বিজেপি’র কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে ‘বহিরাগতে’র অস্ত্র শান দিয়েছে তৃণমূল৷ অন্যদিকে, শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ২০০ আসনে জিতে বাংলায় ক্ষমতা দখলের হুঙ্কার দিয়েছেন গেরুয়া শিবির৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*