আজ বাংলা সফরে এসেছেন বিজেপি সভাপতি জে.পি. নাড্ডা। সেখানে একরাশ কর্মসূচি নিয়ে আজ হাজির হয়েছেন বর্ধমানে।
সেখানে তিনি বলেন, ‘ দুর্গা মা-র নামে শপথ, কৃষকদের নিয়ে পরিবর্তন আনবে বিজেপি। ২৪ থেকে ৩১ জানুয়ারি রাজ্যে কৃষক ভোজের আয়োজন করা হবে। ওই সময়ে ৪০ হাজার গ্রাম সভায় কৃষকদের সংগঠিত করা হবে। রাজ্যে সরকার গড়ে আমরাই কেন্দ্রের কৃষক নিধি সম্মান চালু করব। কৃষকদের বাজেট ৬ গুণ বাড়িয়েছে মোদি সরকার’।
নাড্ডাকে শাল দিয়ে বরণ সাংসদ সুনীল মণ্ডলের। ‘কৃষক সুরক্ষা অভিযান কর্মসূচি’র সূচনা। কৃষক প্রতিনিধিরা তুলে দিলেন মুঠো ভরে অন্ন।
Be the first to comment