নন্দীগ্রামে শুভেন্দুর অফিসে হামলা-ভাঙচুর, উত্তেজনা এলাকায়

Spread the love

ভোট যত এগিয়ে আসছে ক্রমশ বাড়ছে রাজনৈতিক পারদ। এবার খোদ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর অফিস ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। যদিও অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধেই। জানা গিয়েছে, শনিবার বিকেলে সদ্য তৃণমূল ত্যাগী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর অফিস চত্বরে থাকা বাইক সহ একাধিক আসবাবপত্র ভাঙচুর করা হয়।

জানা গিয়েছে, বেশ কয়েকজন অফিসে ঢুকে কার্যত ভাঙচুর শুরু করে বলে অভিযোগ। কোনও রকমে অফিস থেকে ছুটে পালিয়ে হাঁফ ছেড়ে বাঁচেন শুভেন্দুর অফিসের কর্মীরা। অভিযোগ, দলের সভার জন্য লাগানো বিজেপির দলীয় প্রতীক, ব্যানার ফেসটুন ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে।

জানা যায়, শনিবার বিকেলে নন্দীগ্রাম বাজার থেকে টেঙ্গুয়া প্রযন্ত তৃনমূলের মিছিল ছিল। সেই মিছিলকে কেন্দ্র করে শুক্রবার দিন নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় লাগানো মমতার ফ্লেক্স ব্যাঁনার ছিড়ে ফেলা হয় বলে অভিযোগ। আর এই ঘটনার প্রতিবাদে এবং ১৮ জানুয়ারি নন্দীগ্রামে মমতার জনসভার সমর্থনে মিছিল চলছিল। সেই মিছিল চলাকালীন সময়ে নাকি শুভেন্দু অধিকারীর সহায়তা কার্যালয় থেকে মিছিলের উপর ইট পাটকেল ছোঁড়ার অভিযোগ ওঠে।
আর তা দেখে মিছিলে অংশগ্রহণকারী ক্ষিপ্ত জনতা ওই অফিসের দিকে তেড়ে যায়। ব্যাপক ভাঙচুর শুরু করে বলে অভিযোগ। কোনও রকমে ওই অফিসের কর্মীরা পালিয়ে যায়। আর কর্মীরা সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর অফিসে হামলাকারীরা তান্ডব চালায় বলে অভিযোগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*