বালাকোটে ভারতীয় বিমানের আঘাতে নিকেশ ৩০০ জঙ্গি, স্বীকার করে নিল পাকিস্তান

Spread the love

প্রাক্তন কূটনীতিকের স্বীকারোক্তিতে ফের প্রকাশ্যে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের দ্বিচারিতা। প্রায় ২ বছর আগে পুলওয়ামায় জঙ্গি হামলার প্রত্যুত্তরে পাকিস্তানের বালাকোটে জঙ্গি ঘাঁটিতে ভারতের হামলা নিয়ে সত্যিটা অবশেষে সামনে এল ৷

টিভি চ্যানেলে এক সাক্ষাৎকারে প্রাক্তন কূটনীতিক স্বীকার করে নিলেন, ২০১৯ সালে বালাকোটে ভারতের প্রত্যাঘাতে নিহত হয়েছিল প্রায় ৩০০ জঙ্গি ৷ সীমান্ত পেরিয়ে পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার কথাও স্বীকার করে নেন প্রাক্তন পাক আধিকারিক ৷

সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে পাকিস্তান ৷ বরাবরই প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে জেহাদিদের আশ্রয় দেওয়ার অভিযোগ করে এসেছে ভারত ৷ পাক কূটনীতিবিদের বয়ান ফের সেই বক্তব্যেই শিলমোহর দিল ৷ ২০১৯ সালে ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় নিরাপত্তারক্ষীদের কনভয়ে হামলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা ৷ শহিদ হন ৪০ জন সিআরপি জওয়ান ৷ এরই জবাবে ২৬ ফেব্রুয়ারি নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানে ঢুকে বালাকোটের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা ৷ সেদিন হামলার পর বিবৃতি দিয়ে ইসলামাবাদ দাবি করে, মিথ্যা বলছে ভারত ৷ কোনও ক্ষতিই হয়নি ৷

কিন্তু এদিন প্রাক্তন কূটনীতিবিদ আঘা হিলালি এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে দাবি করেন,‘ আন্তর্জাতিকক সীমানা পেরিয়ে ভারত সেদিন পাকিস্তানের মাটিতে ঢুকেছিল এবং তাদের বোমা বর্ষণে গুঁড়িয়ে যায় অনেক জঙ্গি ঘাঁটি ৷ অনুমান প্রায় ৩০০ জঙ্গির মৃত্যু হয়৷ ’
বালাকোট অপারেশন নিয়ে ভারতের দাবি বারবার খারিজ করেছে পাকিস্তান ৷ শুধু প্রাক্তন কূটনীতিবিদ আঘা হিলালিই নয়, এর আগেও বালাকোট অপারেশন নিয়ে সেনাপ্রধান এম এম নারাভানের বক্তব্যেও আসল ঘটনা সামনে এসেছিল ৷ বালাকোট অপারেশনের পরের দিন পাকিস্তানের পাল্টা আক্রমণ ভেস্তে দেয় ভারতীয় বায়ুসেনা ৷ এই অভিযানে ভারতীয় উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের বিমান মিগ ২১ পাক সীমান্তে ভেঙে পড়ে ৷

পাক সেনার হাতে বন্দি অবস্থায় অভিনন্দন বর্তমানের সাহসিকতা নয়া ইতিহাস লিখেছিল ৷ ৬০ ঘণ্টা পর অভিনন্দনকে ফিরিয়ে দিতে বাধ্য হয় ইসলামাবাদ ৷ সেদিনের ঘটনা খারিজের পর স্বীকারে ফের মুখ পুড়ল পাকিস্তানের ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*